১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্বাশুড়িকে কুপিয়ে জখম ও বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ , অভিযোগ নেয়নি থানা।

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
শ্বাশুড়িকে কুপিয়ে জখম ও বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ , অভিযোগ নেয়নি থানা।

Manual6 Ad Code

পাবনা জেলা প্রতিনিধি।

Manual2 Ad Code

পাবনার ফরিদপুর পৌরসভার খলিশাদহ পালপাড়া মৃত তালেব প্রামানিকের স্ত্রী মদিনা খাতুনের(৭০) বড় ছেলে মসলেম এর স্ত্রী দা দিয়ে কুপিয়ে শ্বাশুড়িকে জখম করে।

জখম অবস্হায় ফরিদপুর থানায় গেলে মামলা না নিলে বাসায় ফিরে আসে।

ভুক্তভোগী মদিনা জানান,তাহার দুই শতাংশ জায়গা বাড়ি তাহার ছেলের নামে লিখে দিলে, মাকে তাহার ভরন পোশন না দেওয়াতে সেই জমি আদালতের মাধ্যমে ফেরত নিয়েছে বলেই,তাহার বড় ছেলে মসলেম ক্ষিপ্ত হয়ে তার বউকে দিয়ে অন্যায় ভাবে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য প্রায়ই তার মাকে মারধর করে আসছে।

জায়গা না দিলে এখন তার প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলে গনমাধ্যম কর্মীদের জানান,বাড়ির জায়গা লিখে দেওয়া নিয়ে বড় ছেলে ও তার বউ, ছেলে-মেয়ের সাথে বেশ কিছু দিন ধরে গন্ডগোলের এক পর্যায়ে গত ২ ডিসেম্বর বেলা প্রায় ১১ টায় বড় ছেলের বউ,বউয়ের বাবা,ভাই ও ছেলে মেয়ে মিলে তাকে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘরবাড়ি ভাংচুর করে পালিয়ে যায়।

Manual7 Ad Code

পরে তার ছোট ছেলের বউ ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Manual8 Ad Code

তবে থানায় মামলা না নেওয়ায় কোর্টে মামলা দায়ের করছে ভুক্তভোগী পরিবার।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code