২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

খুলনার পাইকগাছা লতা ইউনিয়নের শামুপোতা সেতু ভে/ঙ্গে পড়ায় হাজারো জনসাধারণের দুর্ভোগ

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০৭:০৬ অপরাহ্ণ
খুলনার পাইকগাছা লতা ইউনিয়নের শামুপোতা সেতু ভে/ঙ্গে পড়ায় হাজারো জনসাধারণের দুর্ভোগ

Manual7 Ad Code

খুলনার পাইকগাছা লতা ইউনিয়নের শামুপোতা সেতু ভে/ঙ্গে পড়ায় হাজারো জনসাধারণের দুর্ভোগ

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি-: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুপোতা ও পুটিমারী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ সেতু ভে/ঙ্গে পড়ায় দু’এলাকার মানুষেরা পড়েছে চ/রম ভো/গা/ন্তি/তে।
বুধবার গভীর রাতে এটা আ/ক/ষ্মি/ক ভাবে ভে/ঙ্গে পড়ে।
স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর ২০০০ সালে তৎকালীন সরকার এই ব্রিজটি নির্মান করেন। উলুবুনিয়া নদী উপর এ ব্রীজটি নির্মানের ফলে পুটিমারী ও লতা ইউনিয়নবাসীর দু/র্ভো/গ লা/ঘ/ব হয়। দু’পাড়ে তিনটি বিদ্যালয় ও তিনটি বাজার ও এলাকাবাসীরা সহ সর্বসাধারণ যাতায়াত করেন।
এ দিকে ব্রীজটি ভে/ঙ্গে পড়ায় চর/ম ভোগা/ন্তিতে পড়েছে সর্বসাধারণ। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েছে চ/রম বিপা/কে।
স্থানীয় বাসিন্দা মিজান সানা জানান, ব্রীজটি দীর্ঘদিন ধরে ঝুঁকি/পুর্ণ হয়ে পড়লে কেউ কোনদিন এদিকে নজর দেয়নি। এটা ভে/ঙ্গে পড়ায় সর্বসাধারণ চরম ভোগা/ন্তিতে পড়েছে।
এ দিকে ব্রীজটি ভে/ঙ্গে পড়লে সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা প্রকৌশলী সোহেব সাফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual7 Ad Code

উপজেলা প্রকৌশলী সোহেব সাফিন
বলেন, বর্তমানে এখানে পুনরায় পাকা ব্রীজ নির্মান করা সময়, প্রসেসিং ও অর্থের প্রয়োজন। এ কারণে ইউএনও স্যারের নির্দেশনায় আপাততঃ কাঠের ব্রিজ নির্মাণ করে জনভোগান্তি দুর করার পদক্ষেপ নেয়া হয়েছে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনভোগান্তি লাঘবে অতি দ্রুততম সময়ের মধ্যে এখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করার ব্যবস্থা নেয়া হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code