ডেস্ক রিপোর্ট, রংপুর
রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে “রংপুর বিভাগীয় কাউন্সিল” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ কাউছার জামান বাবলা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোঃ মশমশীর গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর হোসেন (সদস্য, নীতি নির্ধারণী পরিষদ), জনাব মুহাম্মদ আতীকুর রহমান আজাদ (সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ), এবং জনাব মুহাম্মদ আবু মুসা (মুখ্য সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।
সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব আকরাম খান কিরণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব বাদশা বাপ্পী।
আয়োজকরা জানান, এই কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও সংবাদপেশায় ঐক্য জোরদারের বিষয়গুলো আলোচিত হয়।
Sharing is caring!