২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ণ
পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Manual8 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

শনিবার ৬ সেপ্টেম্বর সকাল থেকে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ডাংঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম চিসতি এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল্লাহ বিন আজাদী, এ-সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদে মিলাদুন্নবী পলাশ উপজেলার উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ।

পলাশ থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম (স্বপন), মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল আবেদী, সভাপতি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, কালীগঞ্জ, গাজীপুর।

Manual8 Ad Code

উদযাপন কমিটির সাধারন সম্পাদক,মাওঃ তানভির আহমেদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওঃ মফিজ উদ্দিন আজাদী সহ বিভিন্ন দরবারের বক্ত বৃন্দ উপস্থিত ছিলেন, এসময় বক্তব্য’রা বলেন মানব ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ঈদে মিল্লাদুন্নবী।

Manual7 Ad Code

এ দিন এমন এক মহামানবের আবির্ভাবের দিন, যে কোনো বিচারেই যাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কারোর আবির্ভাব ঘটেনি এই পৃথিবীগ্রহে। যাঁর প্রভাব তাঁর কর্মকালে, জীবদ্দশায় যেমন তৎকালীন দুনিয়া অনুভব করেছে তেমনি ১৫শ’ বছর পরেও বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে। কেয়ামত পর্যন্ত সম গুরুত্বের সঙ্গে তা অনুভূত হতে থাকবে। যুগের পরিবর্তন হয়, কালের বিবর্তন ঘটে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চাহিদার ধরন বদলায়, নব নব সমস্যার উদ্ভব হয়, তা সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়, কাল যা অপরিহার্য ছিল আজ তার উপযোগিতা নিঃশেষ হয়ে যায় কিন্তু এমন এক মহামানব যিনি কখনো পুরাতন হন না।

Manual2 Ad Code

যাঁর আবেদন কখনো নিঃশেষ হয় না, যাঁর প্রয়োজন কখনো ফুরায় না, যিনি স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে; চিন্তায়, কর্মে, অনুভবে, বিশ্বাসে, সর্বত্র-সর্বব্যাপী সকল ক্ষেত্রে যাঁর উপস্থিতি, প্রয়োজনীয়তা অনুভূত হয়; অপরিহার্য, অনিবার্য হয়ে যিনি সতত বিরাজ করেন; কী দর্শনে, কী বিজ্ঞানে, কী সাহিত্যে, কী কলায়, কী ইবাদত-বন্দেগীতে, ব্যষ্টি থেকে সমষ্টিতে, ব্যক্তি পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, সেখানে থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যাঁর উপস্থিতি চেতনে-অচেতনে সমভাবে অনুভূত, প্রত্যাশিত, কাংক্ষিত- তিনি সৃষ্টির শ্রেষ্ঠতম, সুন্দরতম, মহোত্তম, মাহবুবে খোদা, রাহমাতুল্লিল আলামীন, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Manual1 Ad Code

এমন যুগ-বিজয়ী, কাল-বিজয়ী, মহাবিজয়ী, বিশ্ববিজয়ী, এমন পরিপূর্ণ, এমন সর্বগুণের আকর এই পৃথিবীগ্রহে আর কেউ আসেননি, তাঁর সমকক্ষ আর কেউ হননি, ভবিষ্যতেও কেউ হবেন না অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পলাশ উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code