১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় বৃক্ষ রোপন

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
গাইবান্ধায় বৃক্ষ রোপন

Manual5 Ad Code

শফিকুর রহমান 

Manual4 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি

Manual8 Ad Code

গাইবান্ধা সদর উপজেলার ভেরামারা রেল ব্রীজ সংলগ্ন আরসিসি সেতুর দুপাশে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণচুড়ার গাছ রোপন করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় এই বৃক্ষ রোপনের আয়োজন করা হয়। বৃক্ষরোপনের উদ্বোধন করেন পলাশবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. হামিদ কলিম।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, ঠিকাদার সাইদুর রহমান, রফিক উদ-দৌলা, ব্যবসায়ি মামুন উর রশিদ প্রিন্স, তৌহিদ আলামিন বীর, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ, আমির আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, এর আগেও সেতুর দুপাশে কিছু কৃষ্ণচুড়ার গাছ লাগানো হয়েছে।
এব্যাপারে শামীম প্রামানিক বাদল জানান, সেতুর দু’পাশে কৃষ্ণচুড়ার গাছগুলো লাগানোর কারণ হচ্ছে এগুলো বড় হলে দুর-দুরান্তর থেকে ঘুরতে আসা ও সড়কে চলাচলকারি লোকজন ছায়া পাবে। শুধু তাইনয়, গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তখন সবারই ভালো লাগবে। কোনো একটা ভালো কাজ করতে পারলে আমার খুব ভালো লাগে। এজন্য সকলের কথা চিন্তা করে এই গাছগুলো রোপন করার উদ্যোগ গ্রহণ করি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code