১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কারওয়ান বাজার এফডিসি রেলগেটে থানাধীন পুলিশের অভিযানে ৫১ পুরি গাজা সহ মানছুর শেখ গ্রেফতার।

admin
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৯:২৫ অপরাহ্ণ
কারওয়ান বাজার এফডিসি রেলগেটে থানাধীন পুলিশের অভিযানে ৫১ পুরি গাজা সহ মানছুর শেখ গ্রেফতার।

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual5 Ad Code

মোঃ শফিয়ার রহমান:-

Manual7 Ad Code

তেজগাও কারওয়ান বাজার রেলগেটে গতকাল ২১/৬/২০২৫ মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের চৌকশ টিম এফডিসি গেটের সামনে রেলগেটে অভিযান চালিয়ে মাদক বিক্রিরত অবস্থায় মানছুর শেখ(৫২) কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫১ পুরিয়া (১৮০ গ্রাম) উদ্ধার হয়। মানছুর মুন্সিগন্জ শ্রীনগর উপজেলার কামারগাও গ্রামের মৃত আব্দুল বারেক শেখের ছেলে। এফডিসির পাশে ভাসমান বস্তিতে থাকে মানছুর শেখ।
অভিযানে ছিলেন উপপরিদর্শক আবু ইসা সহঃ উপপরিদর্শক গোলাম রসুল সহঃ উপপরিদর্শক হাফিজুর রহমান সহঃ উপপরিদর্শক মুনজুল হোসেন

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code