১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় বেমাতা ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ী ও কবরখানার ঘেরাবেড়া ভাংচুর ও গাছাপালা কর্তনের অভিযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ণ
পাইকগাছায় বেমাতা ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ী ও কবরখানার ঘেরাবেড়া ভাংচুর ও গাছাপালা কর্তনের অভিযোগ

Manual6 Ad Code

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।  খুলনার পাইকগাছায় বেমাতা ভাই কতৃক অন্য ভাইয়ের বসতবাড়ী ও কবর খানার  ঘেরা-বেড়া ভাংচুর ও গাছ গাছালি কেটে ক্ষতিসাধন করায় থানায়  অভিযোগ হয়েছে।

Manual3 Ad Code

দু-পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে মজিদ গাজীর সাথে প্রতিপক্ষ ভাই আবু হাসান গাজীর এ জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধ কে কেন্দ্র করে আবু হাসান ও তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে মজিদ গাজীর বাড়ী ও কবর খানার  ঘেরা-বেড়া ভাংচুর ও গাছ গাছালি কেটে ক্ষতিসাধন করে।

 

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

এসময় বাঁধা দিতে গেলে তারা মজিদ ও তার পরিবারের লোকদের উপর চড়াও হয়ে গালিগালাজ ও মারপিট করতে উদ্যাত হয়। এ ঘটনায় মজিদ গাজী বাদী হয়ে  আবু হাসান গাজীসহ ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন।এব্যাপারে  আবু হাসান গাজী বলেন, যাতায়তের পথে বেড়া দেয়ায় তা অপসারণ করা হয়েছে। এএসআই গৌতম মন্ডল জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code