বিশেষ প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কাওছার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. মিজানুর রহমান, অন্যান্য সরকারি কর্মকর্তা, সুফলভোগী সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা।
সুফলভোগীদের মধ্যে চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সবুজ হারুন তিরকির স্ত্রী তৃষ্ণা মিনজি এবং উত্তর দুর্গাপুর গ্রামের আলবাট লাকড়ার স্ত্রী লিনডুয়া জানান, পাওয়া ছাগলগুলো লালন-পালন করে ছোট আকারে খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তাঁরা। এতে পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার পরিকল্পনাও রয়েছে তাদের।
চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ভূমিহীন দিনমজুর রতন পাহাড়ীর স্ত্রী শিল্পী পাহাড়ী এবং শানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামের বিজলী এক্কা বলেন, সামান্য বাড়ির জায়গা ছাড়া তাদের কোনো জমিজমা নেই। স্বামী-স্ত্রী দুজনেই শ্রমিকের কাজ করে পরিবার চালান। তারা জানান, ‘বিনামূল্যে অফিস থেকে দুইটা করে ছাগল পাইছি। ইচ্ছা আছে—এই ছাগল দিয়া খামার বানাই, নিজের সংসারের অভাব দূর করমু।’
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের আর্থসামাজিক উন্নয়নে এই প্রকল্পের আওতায় ধাপে ধাপে আরও সহায়তা দেওয়া হবে।
Sharing is caring!