১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এক লাখ টন সার-ফসফরিক অ্যাসিড কিনবে সরকার, ব্যয় কত?

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
এক লাখ টন সার-ফসফরিক অ্যাসিড কিনবে সরকার, ব্যয় কত?

Manual4 Ad Code

স্বপ্না শিমু, স্টাফ রিপোর্টার

কানাডা ও সৌদি আরব থেকে ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া কেনা হবে ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড। এতে মোট ব্যয় হবে ৫৬৯ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৩৯২ টাকা। এক লাখ টন সার-ফসফরিক অ্যাসিড কিনবে সরকার, ব্যয় কত?

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ৪০ হাজার টন ইউরিয়া ও ৪০ হাজার টন এমওপি সার কেনা হবে।

Manual3 Ad Code

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১১তম লটের ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এই সার আমদানিতে ব্যয় হবে ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪১৩ দশমিক ৪৬ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ১০ম লটের ৪০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এই সার আনতে ব্যয় হবে ১৭২ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫১.৫০ মার্কিন ডলার।

Manual4 Ad Code

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

Manual4 Ad Code

সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই কাছ থেকে এই ফসফরিক অ্যাসিড আমদানিতে ব্যয় হবে ১৯৪ কোটি ২৩ হাজার ৮৭২ টাকা। প্রতি মেট্রিকটন অ্যাসিডের দাম পড়বে ৭৪৫.২০ মার্কিন ডলার।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code