১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৫ জন গ্রেফতার!

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
সিলেট “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৫ জন গ্রেফতার!

Manual4 Ad Code

ফয়সাল মাহবুব সিলেট সদর থেকে : সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” । চলাকালে া অভিযানের অংশ হিসেবে রোজ সোমবার ১০/০২/২০২৫ ইং মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

আসামিদের নাম গুলো হল:, ১। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন দাশ (২৭), পিতা-বিমল কান্তি দাশ, মাতা-গোপা দাশ, সাং-বিলবাড়ী, পোঃ মোকামবাজার, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-১৭৮/৮, আহলাদীনি প্রমোক্তা একতা,বাগবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২।আব্দুল জলিল তালুকদার (৪২), পিতা-মৃত আব্দুল খালিক তালুকদার, সাং-লালারচক, তেতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট,

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

৩। জাহেদ আহমদ (৩৪), পিতাঃমৃত- মাওলানা জামিল আহমদ, সাং: বহর আ/এ, থানাঃ শাহপরাণ (রহঃ), জেলাঃ সিলেট, রাজনৈতিক পদবীঃ সেক্রেটারী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ ৩৪ নং ওয়ার্ড, ৪।দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ @ নয়ন আদিত্য (২৪), পিতা- নারায়ণ চন্দ, মাতা- শিবানী চন্দ, সাং- মৌজপুর, ওয়ার্ড ০৫, ৮ নং মোগলাবাজার ইউপি, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট,

 

Manual5 Ad Code

৫। সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিব (৩০), পিতা- মৃত রুস্তম আলী, মাতা-বেদেনা বেগম, সাং- উমাইরগাও থানা- জালালাবাদ, জেলা-সিলেট’দের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করে এবং সাং নিশ্চিত হয়ে। অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ঠিকানা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code