১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
কমলগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

Manual1 Ad Code

জায়েদ আহমেদ, মৌলভীবাজার থেকে:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২ নভেম্বর)বিকাল ৪টায় উপজেলা সদরের ভানুগাছ ১০নং সড়কে এ সমাবেশ অনুষ্ঠিক হয়।কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো.মুজিবুর রহমান চৌধুরী।

কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু ইব্রাহীম জমসেদ, পতনউষার ইউপি চেয়ারম্যান অলী আহমদ খাঁন, অধ্যক্ষ মো. ফজলুর রহমান জুয়েল,উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম,লোকমান হোসেন চৌধুরী, মহিউদ্দিন, যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।

Manual7 Ad Code

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা সমাবেশস্থলে এসে জড়ো হন।

Manual6 Ad Code

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, কমলগঞ্জ -শ্রীমঙ্গলে হাজী মুজিব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করা হয়েছে।

Manual3 Ad Code

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমার উপর হামলা মামলা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করা হয়েছে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে নতুন করে দেশ স্বাধীন হওয়ায় আমি উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে। তিনি যেকোন ষড়যন্ত্রে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code