১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুবলীগ কর্মীর হামলায় ছাত্রদলের আহবায়কসহ আহত ১১ জন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ণ
যুবলীগ কর্মীর হামলায় ছাত্রদলের আহবায়কসহ আহত ১১ জন

Manual2 Ad Code

মোঃ সাকিল হোসাইন,জেলা প্রতিনিধি নাটোরঃ- নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মিদের হামলায় পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ সহ বিএনপির অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর জোরপূর্বক বিএনপি সমর্থিত চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর রিজভী টাকা দাবি করে আসছিলেন। এর জেরে বুধবার রাকিবকে মারপিট করে আলমগীর।

Manual7 Ad Code

এ ঘটনায় থানায় অভিযোগ করে রাকিব। এতে ক্ষুদ্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর শুক্রবার রাত ১০ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় চালের আড়তে গিয়ে পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপি নেতা কর্মিদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

Manual5 Ad Code

ঘটনার পর বিক্ষুদ্ধ বিএনপি নেতা কর্মিরা রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি তদন্ত আবু রায়হান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code