১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সৌদি-পাকিস্তানের নিরাপত্তা জোটে যুক্ত হচ্ছে তুরস্ক

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ণ
সৌদি-পাকিস্তানের নিরাপত্তা জোটে যুক্ত হচ্ছে তুরস্ক

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual4 Ad Code

সৌদি আরব ও পাকিস্তানের নিরাপত্তা জোটে তৃতীয় দেশ হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে তুরস্ক।

শুক্রবার (০৯ জানুয়ারি) আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

Manual1 Ad Code

সৌদি আরব ও পাকিস্তানের নিরাপত্তা জোটে তৃতীয় দেশ হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে তুরস্ক।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এসডিএমএ জোটে অন্তর্ভুক্তি নিয়ে গত অক্টোবর থেকে সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের আলোচনা চলছিল। আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে জোটে যোগ দেবে তুরস্ক।

Manual2 Ad Code

গত বছরের ১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্ট্র্যাটেজিক মিউচ্যুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট (এসডিএমএ) চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তাবলি প্রকাশ করা না হলেও দুই দেশের কর্মকর্তারা জানান, চুক্তিভুক্ত কোনো দেশের ওপর বহিঃশক্তির হামলা হলে অপর দেশ সর্বাত্মকভাবে আক্রান্ত দেশের পাশে থাকবে।

চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে পাকিস্তানের পরমাণু সক্ষমতার বিষয়টি উঠে এসেছে। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ, যার পরমাণু অস্ত্র রয়েছে। চুক্তির আওতায় এই সক্ষমতাও অন্তর্ভুক্ত। এছাড়া ৬ লাখ সদস্যের সেনাবাহিনী নিয়ে পাকিস্তান বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীগুলোর অন্যতম।

চুক্তি স্বাক্ষরের দুই দিন পর ১৯ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে। এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের সুযোগ এখানে নেই। তবে সৌদি আরব বা পাকিস্তানের ওপর হামলা হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।১১১১ঙ১১১

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code