নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুরন্ত ফর্মের মাঝেই বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। পুমার সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টানলেন এই ভারতীয় ক্রিকেট তারকা।
২০১৭ সালে পুমার সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তি করেছিলেন কোহলি। চুক্তির মেয়াদ শেষে প্রতিষ্ঠানটি **৩০০ কোটি টাকার নতুন অফার** দিলেও তা বাতিল করেন তিনি।
এর বদলে কোহলি যোগ দিলেন ভারতীয় স্পোর্টসওয়্যার স্টার্টআপ **অ্যাজিলিটাস স্পোর্টসের** সঙ্গে। শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হচ্ছেন তিনি। স্টার্টআপটির **১.৯৪% শেয়ার** থাকবে কোহলির দখলে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি জানান, উদ্যোগটি শোনার পরই তিনি সিদ্ধান্ত নেন এবং ভবিষ্যৎ সম্ভাবনায় ভরসা রেখেই এই নতুন ইনিংস শুরু করেছেন।
অ্যাজিলিটাস স্পোর্টস এখন কোহলির নিজস্ব ব্র্যান্ড **ওয়ান-৮**–এর পণ্যও বাজারজাত করবে, ফলে ব্র্যান্ডটি আরও সহজে মানুষের কাছে পৌঁছাবে।
উল্লেখ্য, স্টার্টআপটির প্রতিষ্ঠাতা অভিষেক গঙ্গোপাধ্যায় পুমার ভারতের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
Sharing is caring!