১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজের প্রেমে সামান্থা, সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
রাজের প্রেমে সামান্থা, সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জন

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ

Manual4 Ad Code

চার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সোবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা। গত ডিসেম্বরে বিয়ে হয়েছে তাঁর। সামান্থাও হাঁটছেন অন্য পথে। মনে হচ্ছে, এত দিনে বিশেষ কাউকে খুঁজে পেলেন তিনি। বিশেষ সে ব্যক্তিটি নির্মাতা রাজ নিদিমরু।

রাজের সঙ্গে প্রেম করছেন সামান্থা—এমন গুঞ্জন আগেই ছিল। তবে সে গুঞ্জনে ঘি ঢালল অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট। ওয়ার্ল্ড পিকলবল লিগে চেন্নাই সুপার চ্যাম্পস নামে একটি দল কিনেছিলেন সামান্থা। এ দলের খেলার দিন মাঠে হাজির ছিলেন অভিনেত্রী। ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। কয়েকটি ছবিতে সামান্থার সঙ্গে দেখা গেছে রাজকে।

Manual2 Ad Code

সামান্থা-রাজ হাতে হাত ধরে ম্যাচ উপভোগ করছেন, উল্লাসধ্বনি দিচ্ছেন, পাশাপাশি দাঁড়িয়ে খেলোয়াড়দের পুরস্কার দিচ্ছেন—এমন ছবি দেখে ভক্তরা তাঁদের প্রেম নিয়ে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে। ভক্তরা নানা ধরনের সমীকরণ কষছেন। অনেকে মনে করছেন, এ ছবির মাধ্যমে সামান্থা আসলে তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আনতে চেয়েছেন। বিষয়টি নিয়ে যদিও রাজ কিংবা সামান্থা দুজনেই চুপ। তবে তাঁরা যে রোমান্টিক সম্পর্কে আছেন, দুজনের অভিব্যক্তিতে সেটা বেশ বোঝা যাচ্ছে।

Manual2 Ad Code

নির্মাতা রাজকে যাঁদের চিনতে অসুবিধা হচ্ছে, তাঁদের জন্য কিছু কাজের ফিরিস্তি দেওয়া যাক। আলোচিত নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকের ‘রাজ’ তিনি। ‘নাইনটি নাইন’, ‘শোর ইন দ্য সিটি’, ‘গো গোয়া গন’সহ অনেক আলোচিত সিনেমা বানিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’, ‘গানস অ্যান্ড গুলাবস’, ‘সিটাডেল: হানি বানি’র মতো জনপ্রিয় সিরিজেরও নির্মাতা তাঁরা।

রাজ-ডিকের পরিচালনায় দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে ও সিটাডেল: হানি বানিতে অভিনয় করেছেন সামান্থা। ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নামে রাজ-ডিকের আরেকটি নতুন সিরিজেও আছেন সামান্থা।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code