ব্রাহ্মণবাড়িয়া
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) ভোটের পরিবেশ এখন বেশ সরগরম।
এরইমধ্যে আশুগঞ্জ উপজেলা এনসিপি-র প্রধান সমন্বয়ক প্রকৌশলী আমিনুল ইসলাম ডালিম তার রাজনৈতিক দল থেকে সম্ভাব্য-প্রার্থী নিজেও কর্মী-সমর্থকদের নিয়ে গ্রাম থেকে শহর, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন গণসংযোগ ও প্রচারণায়।
আসন ও ভোটার তথ্য (২০২৪-২৫ অর্থবছরে অনুষ্ঠিত) নির্বাচনে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ২,৭৬,৮৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ছিল প্রায় ১,৪০,৮৯৩ জন এবং মহিলা ভোটার ছিল ১,৩৫,৯৮৪ জন, এবং আশুগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ১,৮৭,৮৯৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,০৭,৮৮৭ জন এবং মহিলা ভোটার ১,০৭,৮৮৭ জন।
যা নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী। নতুন করে আবার বিজয়নগর আংশিক সরাইল-আশুগঞ্জ সংসদ আসনে যোগ করা হয়েছে।
ভোটের পরিস্থিতি প্রধান দলগুলোর সম্ভাব্য-প্রার্থীদের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও মাঠে প্রস্তুতি নিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথোপকথনে দেখা গেছে, ওপেন প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হচ্ছে।
অনেক ভোটার মনে করছেন, এনসিপি-র সম্ভাব্য-প্রার্থী প্রকৌশলী আমিনুল ইসলাম ডালিম এবার শক্ত অবস্থানে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন সরাইল-আশুগঞ্জে-র ৪,৬৪,৭৬৫ জন ও বিজয়নগর আংশিক এর জনগন-রাই।
Sharing is caring!