১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:২৮ অপরাহ্ণ
দোয়ারাবাজারে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

Manual8 Ad Code

নিউজ ডেস্ক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রোয়াব আলীর সভাপতিত্বে মিলন। ছাত্রদলের সদস্য সচিব সাজিদুল ইসলাম ও সদস্য শাহ আলমের যৌথ পরিচালনায় স্থানীয় চকবাজারে অনুষ্ঠিত হয় গণসংযোগ ও সমাবেশ।

অনুষ্ঠিত কর্মসূচির প্রথমেই পরিচালনা করা হয় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ– ৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমেদ মিলন।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু ও আলহাজ্ব এম এ বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও এখলাছুর রহমান তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আরবের রহমান খোকন, খলিলুর রহমান, মনির উদ্দিন, মিজানুর রহমান, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদল আহ্বায়ক মাধর রায়, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, যুবদল সদস্য জামাল উদ্দিন, মনির মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগান, ছাত্রদল আহব্বায়ক শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

Manual1 Ad Code

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রের পথ অনুসরণ করি। বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। তারেক জিয়ার নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ।”

এলাকার উন্নয়ন-বঞ্চনার প্রসঙ্গে তিনি বলেন, “রাস্তাঘাটের দুরাবস্থা, স্থানীয় খাসিয়ামারা নদীতে বাঁধ না থাকা, এসব কারণেই সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসন্ন নির্বাচন এই সমস্যা সমাধানের সুযোগ এনে দেবে।”

Manual7 Ad Code

তিনি আরও বলেন, “আমি এমপি হওয়া মানেই আপনাদের এমপি হওয়া। জনগণই আমার শক্তি, পরিচয় ও পরিপাটি। আপনাদের উপকারার্থে সর্বোচ্চ সহযোগিতায় আমি বদ্ধপরিকর। কেননা জনগণকে কষ্ট দেয়ার নাম রাজনীতি নয়। ”ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে কাউকে বঞ্চিত না রাখার অঙ্গীকারও করেন তিনি। এছাড়া নারী শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করাকেও অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি।

ধানের শীষ প্রতীকের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, “ধানের শীষ গণমানুষের অধিকার, বাকস্বাধীনতা, ভোটাধিকার ও ন্যায় বিচারের প্রতীক। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

Manual1 Ad Code

পরিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। এসময় ছাত্রনেতা অ্যাডভোকেট মানিক মিয়াসহ অনেক নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ায় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন কলিম উদ্দিন আহমেদ মিলন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code