নিউজ ডেস্ক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগীয় ঐতিহাসিক লাল দিঘি মাঠে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি উক্ত আদেশর উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত।
৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বাদ জুম্মা ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মামুনুল হক আমির বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতিত্বে, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান আমিরে বাংলাদেশ জামায়াত।
বক্তব্য রাখেন,
মুফতী সৈয়দ ফয়জুল করিম চরমোনায় সিনিয়র নায়বে আমির ইসলামি আন্দোলন বাংলাদেশ, ডা. আহমদ আব্দুল কাদের মহাসচিব খেলাফত মজলিস, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী আমির বাংলাদেশ নেজামে পার্টি, রাশেদ প্রধান সহ সভাপতি ও মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি,অ্যা. এ কে এম আনোয়ার ইসলাম চাঁন চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
উপস্থিত ছিলেন,
ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা কর্মী, জামায়াত নেতা কর্মী, খেলাফত মজলিশ নেতা কর্মী, নেজামে পার্টি নেতা কর্মী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না।
সভাপতি বক্তব্যে বলেন, মাওলানা মামুনুল হক আমাদেরকে বিগত দিন গুলোতে উন্নয়নের গল্পে কেমন উন্নয়ন, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো তিন লক্ষ চব্বিশ হাজার টাকা, আমি আপনাদের কাছে জানতে চাই কয়জন লোক আপনারা তিন লক্ষ্য চব্বিশ হাজার টাকা আয় করেন, তাহলে কারা আয় করেন তিন লক্ষ্য চব্বিশ হাজার টাকা।
Sharing is caring!