১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রংপুরে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ
রংপুরে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশ

Manual5 Ad Code

জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ চলছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটায় শহরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

Manual1 Ad Code

শুরুর বক্তব্য দেন রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জামায়াতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খান এবং জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী।

Manual3 Ad Code

সমমনা আট দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সভাপতিত্ব করছেন।

Manual3 Ad Code

সমাবেশে বক্তব্য দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code