১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চন্দ্রঘোনা মাদ্রাসা এ তৈয়বীয়া অদুদিয়া সুন্নীয়া ফাজিলে অভিভাবক নির্বাচন সম্পন্ন, 

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
চন্দ্রঘোনা মাদ্রাসা এ তৈয়বীয়া অদুদিয়া সুন্নীয়া ফাজিলে অভিভাবক নির্বাচন সম্পন্ন, 

Manual7 Ad Code

রাংগুনীয়া প্রতিনিধি : আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট পরিচালিত মাদ্রাসা এ তৈয়বীয়া অদুদিয়া সুন্নীয়া ফাজিল–এর অভিভাবক প্রতিনিধি নির্বাচন আজ মাদ্রাসা ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক স্তরের ভোটে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual4 Ad Code

আজ ২৫ নভেম্বর ২০২৫ মাদ্রাসায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রায় ছয় শতাধিক অভিভাবকের মধ্যে ৬৫% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী পরিবেশ ছিল সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর।

Manual4 Ad Code

নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান এস এম আহসানুল হক শাহীন বলেন—“এই ভোট উৎসব একটি মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, কোনো সমস্যা দেখা দিলে তা সঙ্গে সঙ্গে সমাধান করা হয়েছে।”

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন সাহেব বলেন—“অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের শিক্ষাব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতীক। ভবিষ্যতেও আমরা এ ধারাকে আরও শক্তিশালী করতে চাই।”

বিজয়ী প্রার্থী মাওলানা সালাউদ্দিন নিজামী প্রতিক্রিয়ায় বলেন—“আমাকে বিশ্বাস করার জন্য অভিভাবকবৃন্দের কাছে কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

Manual1 Ad Code

ভোটকেন্দ্র পরিদর্শন করেন প্রিন্সিপাল মুফতি মাওলানা মুজিবুর রহমান নিজামী, জনাব আবচার, আনজুমান প্রতিনিধি মুহাম্মদ জাকের প্রমুখ। সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তাকর্মীদের তত্ত্বাবধানে পুরো কেন্দ্রে কঠোর শৃঙ্খলা বজায় থাকে।

ভোট গণনা শেষে দেখা যায়, মাওলানা সালাউদ্দিন নিজামী ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হামিদ পান ৯০ ভোট।

উল্লেখ্য, সিনিয়র স্তরে মুহাম্মদ জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code