 
ডেস্ক রিপোর্ট
জানা যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ,এর প্রতিবাদে ২৪ ঘন্টার আলটিম দিয়েছেন বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পদ্মপাড়ায় উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা মোঃ মফিজুর রহমান মুকুলকে পর পর তিনটি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে রিক্সা যোগে বাড়ি ফেরার পর নিজ বাড়ির গেইটে এ ঘটনাটি ঘটে।
এ সময় গুরুতর আহত অবস্থা মোহাম্মদ মফিজুর রহমান মুকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। হামলার ঘটনায় ক্ষুদ্ধ নেতাকর্মীরা সদরে প্রতিবাদ মিছিল ও ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে।
উপজেলা স্ব্যাস্থ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান জানান, মফিজুর রহমানের পিঠে দুটি গুলি ও কোমড়ে একটি গুলি লেগেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শাহীনুর ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।
	
		Sharing is caring!