জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের প্রাণপুরুষকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও শ্রদ্ধা।
আজ সোমবার- এক অনন্য দিনে আমরা উদযাপন করছি আমাদের প্রিয়, শ্রদ্ধেয় ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট সম্পাদক, কলামিস্ট, সমাজসেবক, পরিবেশবীদ এবং সংগঠন প্রতিষ্ঠাতা শেখ তিতুমীর আকাশের শুভ জন্মদিন।
তিনি শুধু একজন প্রশাসক নন, তিনি একজন চিন্তাবিদ, একজন সাহসী লেখক, আপোষহীন কলমযোদ্ধা, এবং জনবান্ধব নেতৃত্বের প্রতীক।
তার নেতৃত্বে সংবাদপেশার মর্যাদা যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি সমাজের ন্যায়, নীতি ও মানবিকতার মূল্যবোধও প্রতিষ্ঠা পেয়েছে। রাজধানী ঢাকার আকাশে জন্ম নেওয়া এই কৃতি সন্তান অল্প বয়সেই কলম ও কর্মের মাধ্যমে দেশের প্রগতিশীল সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন।
তার সম্পাদনায় প্রকাশিত একাধিক জাতীয় দৈনিক, তার চিন্তা-চেতনায় সৃষ্ট উপন্যাস ও প্রবন্ধ- সবই সমাজবদলের এক প্রাণশক্তি হয়ে কাজ করছে।
আজ আপনার জন্মদিনে, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের পক্ষ থেকে আমরা জানাই অফুরন্ত শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।
প্রিয় চেয়ারম্যান মহোদয়, আপনার প্রতিটি দিন হোক আলোর, জ্ঞানের, সাহসের ও সফলতার। আপনার কর্মজীবন হোক আমাদের অনুপ্রেরণার বাতিঘর। আপনার বাকি জীবন কেটে যাক সুখ-সমৃদ্ধিতে, সুস্বাস্থ্য ও শান্তিতে। আমরা যেন সর্বদা আপনার পাশে থেকে স্বপ্ন বাস্তবায়নের পথে একসাথে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা রইল মহান সৃষ্টিকর্তার দরবারে।
শুভ জন্মদিন শেখ তিতুমীর আকাশ! আপনি বেঁচে থাকুন দেশ, সমাজ ও মানবতার সেবায়, আপনার কলম হোক সত্যের আলোকবর্তিকা, আপনার নেতৃত্ব হোক ন্যায়ের দিশারী।
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে- শুভেচ্ছা ও বিনম্র ভালোবাসা।
কলমে
শাকুর মাহমুদ চৌধুরী
সাংগঠনিক সম্পাদক
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, ঢাকা।
Sharing is caring!