১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে পালিত হয়েছে।

Manual6 Ad Code

১৩ অক্টোবর সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Manual7 Ad Code

পরে উপজেলা পরিষদ চত্তরে সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার প্রমুখ।

Manual7 Ad Code

এসময় উপজেল প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সংবাদকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হোসেন। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধে মহড়া প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দূর্যোগ মোকাবেলায় রোল মডেল। এই ধারাবাহিকতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাতে আগামীতে যে কোন দূর্যোগ মোকাবেলা করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code