গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চৌকিদার মোঃ ওবায়দুর রহমান (৩৮) নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামী মোঃ জাহিদ রহমান (৫০), পিতা-মৃত আব্দুল, সাং-পশ্চিম খোলাবাড়ী এবং মোঃ বিপুল মিয়া (৩১), পিতা-বাদশা মিয়া, সাং-খানকাশরীফ (চকমামরোজপুর) সহ অজ্ঞাতনামা আরও প্রায় ৪৫ জন মিলে তাকে হত্যার পরিকল্পনা করছে।
চৌকিদার ওবায়দুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে চৌকি ৫/৯ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ১নং আসামী জাহিদ রহমান মাদকসহ ঢাকায় হাতে-নাতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে এসে ওই মামলার দায় তার (ওবায়দুরের) উপর চাপিয়ে দিয়ে প্রতিশোধ নিতে শুরু করেন।
অভিযোগে বলা হয়, জামিনে মুক্ত হয়ে আসামী জাহিদ রহমান তার কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ওবায়দুর রহমানকে হত্যার হুমকি দেয় এবং সুযোগ খুঁজতে থাকে।
গত ৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে ২নং আসামী বিপুল মিয়া মোবাইল ফোনে (০১৭৩৬-৬৬৮৬৬১) ওবায়দুর রহমানের (০১৭০৫-৪২৯৮৭৫) সঙ্গে যোগাযোগ করে একটি জমি সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ দেওয়ার কথা বলে কৌশলে তাকে বল্লমঝাড় বাজার থেকে উত্তর ধানঘড়া চারমাথায় ডেকে নেয়। তবে ওবায়দুর রহমানের সন্দেহ হলে তিনি ধানঘড়া চারমাথা মোড়ে অবস্থান করেন।
পরে স্থানীয় সূত্রে জানতে পারেন, তাকে হত্যার জন্য আসামীদ্বয় দেড় থেকে দুই লাখ টাকায় ভাড়াটে সন্ত্রাসী ভাড়া করেছে।
এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে বিপুল মিয়ার কাছ থেকে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়।
ওবায়দুর রহমান বলেন, আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় তারা আমাকে গুলি করে হত্যা করতে পারে।
তিনি জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Sharing is caring!