স্টাফ রিপোর্টার
গতকাল ১১ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, হাকিমপুর থানা সভাপতি মুফতি নুরুল কারীম।
গণসমাবেশে দিনাজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের উপস্থিতিতে আমীরে মজলিস তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক “রিকশা” তুলে দেন।
এর মধ্যে ছিলেন— দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারুল) আসনের প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা জোবায়ের সাঈদ, দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের প্রার্থী হাফেজ মাওলানা ফয়জুল্লাহ বুলবুল, দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর-বিরামপুর-নবাবগঞ্জ) আসনের প্রার্থী মুফতি নুরুল কারীম।
প্রধান অতিথির বক্তব্যে আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, খেলাফত ব্যবস্থা ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। একমাত্র কোরআনী আইনই মানুষকে প্রকৃত মুক্তি দিতে পারে। আল্লাহর বান্দার শাসন ব্যবস্থাই এই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে।”
তিনি আরও বলেন, দেশ ও জাতির শান্তি, ন্যায় ও সমৃদ্ধির জন্য খেলাফত মজলিসের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”
গণসমাবেশে অন্যান্য বক্তারা বলেন, খেলাফত মজলিস দেশের ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের দল। তাই আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সমাবেশ শেষে দলীয় নেতৃবৃন্দ ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
Sharing is caring!