১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে ক্ষমতার প্রতিযোগিতা নয়-মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো-ফজলুল হক মিলন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ০২:৩২ অপরাহ্ণ
বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে ক্ষমতার প্রতিযোগিতা নয়-মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো-ফজলুল হক মিলন

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। দুর্গাপূজা ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মিলনের প্রতীক।

বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়।

Manual5 Ad Code

আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।

Manual2 Ad Code

বুধবার (১ অক্টোবর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন কালীগঞ্জ পৌর এলাকার মনসাতলা দূর্গা মন্দির, কালীগঞ্জ কালীবাড়ী দূর্গাপূজা মন্ডপ ও বালীগাঁও জয়দেব বাড়ী দূর্গাপুজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের ভক্ত, মন্দিরের পূজারি, সেবায়েত, পুরোহিত ও উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Manual2 Ad Code

এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য সোলেমান আলম, ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান, মনসাতলা দূর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাস, কালীগঞ্জ কালীবাড়ী পূজা মন্ডপের সভাপতি নিরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাস ও বালীগাঁও জয়দেব বাড়ী দূর্গাপুজা মন্ডপের সভাপতি স্বর্ণ কমল দাস, সাধারণ সম্পাদক প্রনয় কুমার দাস, উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code