৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির “না”ভোটের বিধান রেখে দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:১২ অপরাহ্ণ
পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির “না”ভোটের বিধান রেখে দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

” না” ভোটের বিধান রেখে খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়।

সোমবার বেলা ১১ টায় রিপোর্টার্স ইউনিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ তফশীল ঘোষনা করেন।

আগামী ২২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিক্রি, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা,১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই বাচাই ও প্রতীক বরাদ্দ।

গঠিত নির্বাচন কমিশনার জিএম মিজানুর রহমান  প্রধান নির্বাচন কমিশনার, মাজহারুল ইসলাম মিথুন ও জহুরুল হক সহকারী নির্বাচন কমিশনার।

ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আসাদুল ইসলাম,যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, ক্যাশিয়ার ফিরোজ  আহমেদ, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান,জহুরুল হক, মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ,  আনারল ইসলাম ও শাফিয়ার রহমান।

Sharing is caring!