৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে মরহুম সাজ্জাদ হোসেনের জানাজায় অংশ নিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
বোচাগঞ্জে মরহুম সাজ্জাদ হোসেনের জানাজায় অংশ নিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

মোঃ আসাদ আলী বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং ছতইল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মরহুম মো. সাজ্জাদ হোসেনের জানাজায় অংশ নেন বিরল- বোচাগঞ্জ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে গ্রামের পাশের লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার পর সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক  বলেন, “মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি সকলের প্রতি মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানান।

Sharing is caring!