
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে, জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯শে আগষ্ট ২০২৫’ইং ভোরে সূর্য্য উঠার সাথে সাথে জাতীয় ও দলি পতাকা উত্তলন থেকে শুরু করে বিকেলে র্যালী ও আলোচনা সভা এবং কেক কাটা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিন ব্যাপী বিভিন্ন আয়োজন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র্যালী শেষে জেলা বিএনপির দলিয় অফিসে উক্ত আলোচানা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে সাবেক সফল চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি ওয়াদুদ ভূইয়া, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিলে মিশে কাজ করার নির্দেশনাও দেন তিনি। জাতীয়তাবাদী দল-বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল এ দলে সকল মানুষের ও সকল ধর্মের মানুষের সমান অধিকার আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তিনি।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাগড়াছড়ি জেলা শাখার ওয়ার্ড, পৌর ও উপজেলা সহ জেলা স্বেচ্চাসেবক দল – বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ এবং জেলার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!