৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল।

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০৯:৩০ অপরাহ্ণ
সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল।

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি

Manual2 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও জনতা বাজারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম‌এস‌এফ) এর উদ্যোগে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে সাংবাদিকরা এখনো নিরাপদ নয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত কার্যকর করতে হবে, অন্যথায় পুনরায় সারাদেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে।” দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার তাহিরপুর সংবাদদাতা মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের উপর এ ধরনের নির্মম হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ন্যায়বিচার চাই, বিচারহীনতার সংস্কৃতি চাই না। এ হত্যাকাণ্ড প্রমাণ করেছে, সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবুল বাসার নুরুল্লাহ, জনতা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল শাহ, হাফেজ রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনতা বাজার ইউনিটের সভাপতি আবু তাহের, ও সাধারণ সম্পাদক মোঃ আনারুল শাহ, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

মাহফিলে শহীদ সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের ক্ষমতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code