৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষযক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ০৯:০৫ অপরাহ্ণ
তাওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষযক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষযক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট (রোববার) দুপুরে জেলা শিল্প কলা একাডেমির হল রুমে হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা নারী বিভাগের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা নারী বিষয়ক সভাপতি রহিমা বেগম।

এ সময় মূখ্য আলোচক হিসবে আলোচনা করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম ও রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক উম্মে হানী ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমঝোতা নারী উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বেগম রাবেয়া গিনি,গাইবান্ধা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা খান মিতা ও আঞ্জুয়ারা বেগম,গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সদস্য মাধবী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম,গাইবান্ধা জেলা সভাপতি জাহিদ হাসান মুকুলসহ হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত নারী অংশগ্রহন করেন। বক্তরা তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন হেযবুত তওহীদের গাইবান্ধা নারী বিষয়ক সাধারণ সম্পাদক রুবিনা হাসান।

Sharing is caring!