
স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকায় উন্নয়ন কর্পোরেশনের দ্বিতীয় তলার হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দৈনিক সময়ের অপরাধচক্র পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতা, আইনজীবী, ব্যবসায়ী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও প্রাক্তন সংসদ সদস্য সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, প্রাক্তন সংসদ সদস্য (ঢাকা, বিএনপি) এবং আব্দুল সালাম খান, সিনিয়র জজ আদালত ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক।
উক্ত সময় পত্রিকাটি বিশেষ প্রতিনিধি ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বাহাদুর চৌধুরী তার বক্তব্যে বলেন— “দীর্ঘ ২৮ বছর ধরে পত্রিকাটি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত অন্যায়কারী, দুর্নীতিবাজ ও মুখোশধারী অপরাধীদের মুখোশ উন্মোচন করে আসছে। সঠিক কথা বলার কারণে এ প্রতিষ্ঠানের বহু সাংবাদিক সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন।” তিনি একই সাথে বন্দী জীবন কাটানো রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখ করে “ওয়ান-ইলেভেনের সময় সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল ও হারুনুর রশিদসহ বহু নেতার কারাবরণের প্রাসঙ্গিক ইঙ্গিত দিয়ে বলেন – বর্তমানে দেশে কিছু সুবিধাবাদী গোষ্ঠী ও মুখোশধারী লোকজন সাংবাদিকদের দমন করতে নানা কৌশল অবলম্বন করছে। গণমাধ্যমকর্মীরা জাতির স্বার্থে সংবাদ করতে গেলে বাধার মুখে পড়ছেন, যা অত্যন্ত দুঃখজনক।” অতীতের উদাহরণ তুলে ধরে বলেন— ২০০৪ সালে খুলনায় জনকণ্ঠের সাংবাদিক মানিক সাহা সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। ২০১২ সালে লালমনিরহাটে সাংবাদিক আতীকুর রহমান শিপন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম, কুষ্টিয়া, নওগাঁ ও কক্সবাজারে একাধিক সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF) ২০২৪ সালের সূচকে বাংলাদেশকে সাংবাদিক স্বাধীনতার দিক থেকে বিশ্বের নিচের সারিতে রেখেছে। বাহাদুর চৌধুরী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন— বাংলাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। সরকার কিছু পদক্ষেপ নিলেও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এ বিষয়ে নীরব, ভয়ের দেয়ালে আটকে রয়েছেন। অথচ গণমাধ্যমই জাতির দর্পণ, আর সাংবাদিকরা জাতির পথপ্রদর্শক।” তিনি সকলকে আহ্বান জানান সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখা এবং জাতির স্বার্থে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে।
অনুষ্ঠান শেষে কেক কাটা, প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় দৈনিক সময়ের অপরাধচক্র পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহতী অনুষ্ঠান।
Sharing is caring!