৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক হত্যার প্রতিবাদে সেতাবগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন।

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ
সাংবাদিক হত্যার প্রতিবাদে সেতাবগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন।

Manual1 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual4 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সংবাদপত্রের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৫) কে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার ঘটনায় এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর হত্যা, নির্যাতন ও হয়রানি চলছে, তা বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে স্বাধীনভাবে লিখতে থাকবে। কারও রক্তচক্ষুকেও ভয় করা হবে না।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, মোঃ সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ। এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, বরুন চন্দ্র সরকার, মোশারফ হোসেন, মোঃ আশিকুর ইসলাম, লিখন বনিক শুভ, রাসেল ইসলাম, আবুল ওহাব, লতিফুল ইসলাম ফুল, সাজ্জাদ হোসান, মিজানুর রহমান, মোঃ তনি,মোঃ তারিকুল ইসলাম তপু, মোঃ আসাদ আলী, আজহারুল ইসলাম (রাজা), প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code