৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

salim Uddin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিনিধি : জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি মুলক এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়! এতে কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

গতকাল বুধবার, ১৩ই আগষ্ট দুপুর ২ ঘঠিকার সময় রাজধানীর গাজীপুর জেলার, বোর্ড বাজার নামক স্থানের বৈশাখী রেস্তোরার ৩য় তলায় এ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্টাতা শেখ তিতুমীরের আকাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ (বিএসকেপি) এর সাধারন সম্পাদক, এম এ মমিন আনসারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নিউজ24 সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।

Manual2 Ad Code

উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক-সরওয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, লিমন হোসেন সোহাগ, উপঃ দপ্তর সম্পাদক রানা আহম্মেদ তাজ, কণা আকতার, শিল্পী আকতার, জাকারিয়া সিকদার, মোঃ ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ, ফিরোজ মিয়াসহ আরও অনেকে।

Manual5 Ad Code

উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যে এম এ মমিন আনসারী বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এই ছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহবান জানান।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের তাদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সাংবাদিকরা পেশাগত কাজে অনেক হুমকি দুমকি পাচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সারকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ও প্রকাশ করতে সরকার প্রতি আহ্বান জানান তিনি, এছাড়াও তিনি সাংবাদিক তুহিন হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে শেখ তিতুমীর আকাশ বলেন, সংগঠন যেমন সবার অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের। সাংবাদিকদের অধিকার আদায়ে সকল সাংবাদিকদের নিয়ে প্রাণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক কাতারে এসে ঐক্যের ডাকে শামিল হওয়ার আহব্বান জানান তিনি ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শিল্প গ্রুপ জে কে প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজী কে উপদেষ্টা করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপদেষ্টা দের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code