১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাইজুদ্দিনের আহ্বানে বিএনপির বিশাল শোডাউন: হরিণহাটি থেকে সখিপুর পর্যন্ত উত্তাল মিছিল, তৃণমূলে নতুন জোয়ার

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ণ
সাইজুদ্দিনের আহ্বানে বিএনপির বিশাল শোডাউন: হরিণহাটি থেকে সখিপুর পর্যন্ত উত্তাল মিছিল, তৃণমূলে নতুন জোয়ার

Manual6 Ad Code

মোহাম্মদ হালিম মন্ডল গাজীপুর কালিয়াকৈর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে সাইজুদ্দিন আহ্বানে এক ব্যতিক্রমী ও শক্তিশালী শোডাউনের আয়োজন করা হয়। সখিপুর উপজেলার হরিণহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে শোডাউনটি সখিপুর বাজার পর্যন্ত বিস্তৃত হয়।

এই কর্মসূচির নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা মোঃ আলিম মিয়া ও হাসান মিয়া। সকাল থেকেই হরিণহাটি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও লাউডস্পিকারে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অঞ্চল। মিছিলটি কয়েক কিলোমিটার দীর্ঘ ছিল এবং তাতে অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এক পথসভায় কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহাম্মেদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে আমাদের এই গণজোয়ার। সরকার যতই বাধা দিক, জনগণই最终 সিদ্ধান্ত নেবে।”

বিশেষ দৃষ্টিগোচর ছিল:

তরুণদের ব্যাপক অংশগ্রহণ

সুশৃঙ্খলভাবে দলীয় পতাকা বহন

Manual3 Ad Code

স্থানীয় জনতার ব্যাপক কৌতূহল ও সাড়া

Manual7 Ad Code

প্রতিটি মোড়ে মোড়ে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউনের মাধ্যমে বিএনপির ঘাঁটি এলাকায় নতুন করে কর্মী-সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। তারা মনে করছেন, এই মিছিল শুধু শক্তি প্রদর্শনের উদাহরণই নয়, আগামী রাজনৈতিক কর্মসূচিগুলোর জন্য একটি আগাম বার্তা।

Manual7 Ad Code

শেষে দলীয় নেতারা সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান এবং হরিণহাটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code