১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ণ
কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার

নিজস্ব প্রতিবেদকঃ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর রচিত শহীদ জিয়া গবেষণা পরিষদের প্রকাশনা “জিয়া সমগ্র” গ্রন্থটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গলাচিপা-দশমিনা আসনের বিএনপি সম্ভাব্য এমপি প্রার্থী হাসান মামুনকে উপহার হিসেবে তার হাতে তুলে দেন গ্রন্থের প্রকাশক বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। গতকাল ২৯ জুন রবিবার রাতে রাজধানীর সেগুনবাগস্থ একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এ গ্রন্থটি তুলে দেয়া হয়।এ সময় হাসান মামুন বলেন,শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর রচিত গবেষণামূলক গ্রন্থের মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম শহীদ জিয়াউর রহমানের জীবন,নেতৃত্ব ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান সম্পর্কে জানতে পারবে। তিনি এ ধরনের গবেষণামূলক প্রকাশনার প্রশংসা করেন এবং প্রকাশনার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। আনিসুর রহমান আনিস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাস্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন ক্যারেসমেটিক লিডার। তাঁর দর্শন,আদর্শ ও রাষ্ট্রচিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমরা “জিয়া সমগ্র” গ্রন্থটি প্রকাশ করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ গবেষণা কর্ম দেশের বিদ্বান ও শিক্ষানুরাগীদের নতুন চিন্তার সূত্রপাত ঘটাবে। উল্লেখ্য, “জিয়া সমগ্র” গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন গবেষক গোলাম কাদের,ড. সগিরুল ইসলাম মজুমদার, ড.মশিউর রহমান,আজিজুল হাই ও মশিউর রহমান মিলন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর নেতা ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, হুমায়ুন কবির, সালাউদ্দিন প্রমুখ।

Sharing is caring!