৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছা কৃষকদের জীবন মান উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৭:২৭ অপরাহ্ণ
পাইকগাছা কৃষকদের জীবন মান উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Manual7 Ad Code

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : –

খুলনার পাইকগাছা উপজেলার ১০ ইউনিয়নের কৃষক-কৃষানীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলোনয়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপ পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।

Manual4 Ad Code

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ পরিচালক তহিদহিন ভূইয়া, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল হুদা, ডা ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার কৃষক-কৃষানীদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভুমিকা কাজ করবে। এ স্কুলের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ফল-ফসলের উপর উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। তাদের একতাবদ্ধ রাখতে সমবায় ভিত্তিক সমিতির সদস্য করা হবে। কৃষি প্রযুক্তি ব্যবহার করে কম খরচে অধিক ফল-ফসল উৎপাদন করতে পারবে। তরুন কৃষি উদ্যোক্তা তৈরি করে সমাজ থেকে বেকারত্ব দুরিকরনে ভুমিকা পালন করবে এই ফিল্ড স্কুল।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code