১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আরও ৩৯০৬ কোটি টাকা বাড়ল ডিএসইর বাজার মূলধন

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ
আরও ৩৯০৬ কোটি টাকা বাড়ল ডিএসইর বাজার মূলধন

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual4 Ad Code

সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৯০৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি টাকা।

Manual4 Ad Code

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ বা ৩ হাজার ৯০৬ কোটি টাকা।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি টাকা।

Manual5 Ad Code

চলতি সপ্তাহে ডিএসইর সূচকে দেখা গেছে মিশ্র প্রবণতা। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২৭.০৪ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক কমেছে ১৩.১৩ পয়েন্ট বা ০.৭০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ২.৬৭ পয়েন্ট বা ০.২৬ শতাংশ।

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪১৭ কোটি ২৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১৭ কোটি ৪২ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৪ কোটি ৩৫ লাখ টাকা বা ১.২১ শতাংশ।

চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ৬৬ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩১টি কোম্পানির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৩৬ শতাংশ ও ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৯২.৩৯ পয়েন্টে ও ৮৪৪০.৮৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ০.৪১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১০৫২.৪১ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ০.২৩ শতাংশ ও সিএসআই সূচক ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১১৯.২৯ পয়েন্টে ও ৮৫২.৭৮ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪৯ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৮ কোটি ৩৮ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ার দর।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code