১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ণ
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

Manual2 Ad Code

জায়েদ আহমেদ, মৌলভীবাজার থেকে:

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে রক্ষা করতে গিয়ে সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিণ বালিগাও (বটতলা) এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

Manual8 Ad Code

নিহত দুই শিক্ষার্থী হলেন শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম(১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রীমঙ্গল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বের হয় শিক্ষার্থীরা। এ সময় গাড়িটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিণ বালিগাও (বটতলা) এলাকায় আসলে রাস্তায় দৌড়ে আসা এক শিশুকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে গুরুতর আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পর্যবেক্ষন করেছি।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code