১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগে সম্পৃক্ততার বিষয় গোপন করে গণ অধিকারে যোগদান, দিরাইয়ে দু’জনকে অব্যাহতি

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ণ
আওয়ামীলীগে সম্পৃক্ততার বিষয় গোপন করে গণ অধিকারে যোগদান, দিরাইয়ে দু’জনকে অব্যাহতি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার বিষয়টি গোপন রেখে গণ অধিকার পরিষদে (জিওপি) যোগদান করার কারণে দু’জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

Manual4 Ad Code

গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আলী আসগর ও সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায়, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিষয়টি গোপন করে গণঅধিকার পরিষদে যোগদান করার কারণে সদ্য গঠিত দিরাই উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হেলাল আহমেদ এবং যুগ্ম আহবায়ক আবু হানিফ চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে।

একইসাথে ১নং যুগ্ম সদস্য সচিব জুনেদ মিয়াকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual7 Ad Code

গণ অধিকার পরিষদ সূত্রে জানা যায়, অব্যাহতিপ্রাপ্ত আবু হানিফ চৌধুরী বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে প্রমাণ মিলেছে। তিনি দিরাই শাল্লার সাবেক এমপি জয়া সেনগুপ্তা, প্রয়াত এমপি সুরঞ্জিত সেনগুপ্ত, ছাতক-দোয়ারার সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের আস্থাভাজন সহচর ছিলেন।

এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গেও তার দহরমমহরম সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।

Manual6 Ad Code

এছাড়া অপর অব্যাহতিপ্রাপ্ত হেলাল আহমেদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলুর ঘনিষ্ঠ কর্মী।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code