১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ শহরে মা-ছেলে নৃশংসভাবে খুন

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০১:২৬ অপরাহ্ণ
সুনামগঞ্জ শহরে মা-ছেলে নৃশংসভাবে খুন

Manual6 Ad Code

মিজানুর রহমান মিজান,সুনামগঞ্জ থেকেঃ-
সুনামগঞ্জ শহরের হাছননগরে (এসপির বাংলোর সামনের বাসা) নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। এরা হলেন ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে আটটায় কাজের ভুয়া এসে ঘরের ভেতরে এই দুইজনের বিভৎস লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে বলে জানান সদর থানার ওসি নাজমুল হক। একইসঙ্গে পুলিশও কাজ করছে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে যুক্তরাজ্য প্রবাসী ছেলের কাছে বিয়ে দেবার পর সে ওখানেই থাকছে। বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়–য়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতেই থাকতো। তিনদিন আগে ঢাকা থেকে এই বাসায় আসে নার্গিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। সে মাদকাশক্ত ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

Manual3 Ad Code

ঘটনার পর ফয়সল ও ফাহমিদ এই দুইজনকে পাওয়া যাচ্ছে না। ফয়সলকে ফোনেও পাওয়া যাচ্ছে না জানিয়েছেন স্বজনরা। নার্গিস বেগমকে অসুস্থ্য অর্থাৎ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদা বেগমের বোন একই মহল্লার বাসিন্দা ছুফিয়া আক্তার বললেন, রাত দশটার পরেও বোন ফরিদা বেগমের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। তিনি ফোনের চার্জারের প্রয়োজন জানিয়ে ফোন দিয়েছিলেন। ওইসময় বাসায় মিনহাজুলও ছিল। সকালে আত্মীয়-স্বজনরা এরা অসুস্থ্য খবর জানান। তিনি দেখতে এসে এই অবস্থা দেখেন। নার্গিস বেগমের ছেলে দুজনকেই পাওয়া যাচ্ছে না। অন্য কেউ তার সঙ্গে হাসপাতালে আসে নি। এজন্য তিনি এসেছেন। নার্গিস বেগম এখন কিছুই বলতে পারছেন না।

Manual7 Ad Code

সদর থানার ওসি নাজমুল হক জানান, সকালে খবর পেয়েই তারাও বাসায় এসেছেন। বাসায় ফয়সল ও ফাহমিদ নামের নিহতদের দুইজন আত্মীয় ছিল। ওদেরকে পাওয়া যাচ্ছে না। ফয়সল মাদকাশক্ত ছিল। তারা নিভিরভাবে ঘটনা তদন্ত করছি। পিবিআই’

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code