১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ রয়েছে যেসব দেশ।

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ রয়েছে যেসব দেশ।

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি স্থগিত করছে যুক্তরাষ্ট্র।

আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনার ফলে এসব দেশের মানুষ আর মার্কিন ভিসা পাবেন না।

Manual1 Ad Code

বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি স্থগিত করছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা প্রকল্পের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়াটি পুনরায় নিরীক্ষণ করা হবে। এই পুনর্নিরীক্ষণ চলাকালীন নির্দিষ্ট ওই ৭৫টি দেশের নাগরিকদের সকল ভিসা আবেদন প্রত্যাখ্যান করার আদেশ দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে। তাই আপাতত ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ রাখা হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত থাকবে, যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর কল্যাণ ভাতা ও সরকারি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে।’

Manual1 Ad Code

নথিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা না দিতে নির্দেশ দেয়া হয়েছে। তবে কত দিন এই ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে, তা উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, গত ৪ জানুয়ারি তার তালিকা নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১২০টি দেশ ও অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশ ছিল ১৯তম স্থানে।

Manual1 Ad Code

‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে প্রকাশিত ওই তালিকায় দেখানো হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী বাংলাদেশি পরিবারগুলোর ৫৪.৮ শতাংশই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।

Manual8 Ad Code

তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চার দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল ছিল। তবে ভারত ও শ্রীলঙ্কার নাম ছিল না। যুক্তরাষ্ট্র নতুন করে যে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করতে যাচ্ছে, সেই তালিকা এখনও দেশটির কোনো কর্তৃপক্ষ প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নথির বরাত দিয়ে করা প্রতিবেদনে ফক্স নিউজ সেই তালিকা প্রকাশ করেছে।

পূর্ণাঙ্গ তালিকায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code