১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শাবি প্রেসক্লাব: দায়িত্ব, আস্থা ও গৌরবের ৩০ বছর

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ণ
শাবি প্রেসক্লাব: দায়িত্ব, আস্থা ও গৌরবের ৩০ বছর

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual7 Ad Code

দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ বেয়ে ৩০ বছর পার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শাবি প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস।

তিন দশকপূর্তি উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে ৩০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস।শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী আয়োজনে থাকছে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বারবিকিউ পার্টি।

এতে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন বলে জানিয়েছেন প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিন।

Manual8 Ad Code

তিনি বলেন, দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ বেয়ে তিন দশকে পদার্পণ করেছে আমাদের এই প্রেসক্লাব। যাত্রার শুরু থেকেই প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও নানা অসংগতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

প্রেসক্লাবের সাবেক সদস্যদের অনেকেই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন উল্লেখ করে রবিন বলেন, তিন দশক ধরে সংগঠনটি তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান বজায় রেখে চলেছে। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলাকে ঘিরে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

৩০ বছর পূর্তি উৎসব এবং পুনর্মিলনী আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, স্টেপ ফুটওয়্যার, সামুজা ফাউন্ডেশন, ঢালী গ্রুপ, বনসাই ফুডস, ইবনে সিনা, থ্রি লিফ টেকনোলজিস, সিলেট সিটি করপোরেশন প্রমুখ।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code