১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সেতাবগঞ্জে রিপোর্টার্স ইউনিটি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
সেতাবগঞ্জে রিপোর্টার্স ইউনিটি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ

Manual6 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় সেতাবগঞ্জ ক্যাফেতে সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন সকাল ১০টায় সেতাবগঞ্জ টিএনটি রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

উদ্বোধন শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত অধিকার, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক ঐক্য জোরদারের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে—
সভাপতি : মুক্তার হোসেন (মুক্ত খবর পত্রিকা)
সাধারণ সম্পাদক : আবুল ওহাব (আমার দেশ)
সাংগঠনিক সম্পাদক : লিখন বণিক শুভ (নিউজ২১ বাংলা টিভি)দপ্তর সম্পাদক : আহাছানুল মতিন নান্নু (যুগবার্তা)
অর্থ সম্পাদক : ওমর ফারুক (মানবজমিন)
কার্যনির্বাহী সদস্য-১ : আনোয়ার হোসেন
কার্যনির্বাহী সদস্য-২ : আসাদ আলী (সাপ্তাহিক অভিযোগ)

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Manual8 Ad Code

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।

Manual6 Ad Code

তারা আরও জানান, খুব শিগগিরই সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code