স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সদ্য সমাপ্ত বছর অর্থাৎ ২০২৫ সালে মালয়েশিয়াজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৯০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে সংস্থাটি।
ইমিগ্রেশন বিভাগের এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি এবং নিয়মিত চিরুনি অভিযানের ফলে এই বিপুল সংখ্যক অভিবাসীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
দেশটিতে ধরপাকড়ের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তন এবং ইমিগ্রেশন ব্যবস্থাকে আধুনিকায়ন করাকেও গত বছরের অন্যতম সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিগত বছরে ইমিগ্রেশন বিভাগ তাদের অর্জনের ঝুলিতে একাধিক রেকর্ড যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে–বছরজুড়ে ৯০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী আটক, ৫.১ বিলিয়ন রিঙ্গিতের বেশি সরকারি রাজস্ব সংগ্রহ এবং ১৯ হাজার ২০৫টি এন্ট্রি পারমিট আবেদনের সফল নিষ্পত্তি।
সেবা ও নিরাপত্তার মানোন্নয়নের ফলে আন্তর্জাতিক পর্যায়েও মালয়েশিয়ার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সবশেষ ‘পাসপোর্ট ইনডেক্স’ র্যাঙ্কিং অনুযায়ী, মালয়েশিয়ান পাসপোর্ট বর্তমানে বিশ্বের তৃতীয় শক্তিশালী পাসপোর্টের মর্যাদা অর্জন করেছে।
দেশটির ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের লক্ষ্য একটি দক্ষ, আধুনিক এবং স্বচ্ছ ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিশ্চিত করা। ২০২৫ সালের এই অর্জনগুলো আগামী দিনে সংস্কার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। আমরা পেশাদারিত্ব ও সততার সাথে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
জনসাধারণের আস্থা বৃদ্ধি এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Sharing is caring!