১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত ২, আগুনে আমস্টারডাম গির্জা ধ্বংস

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত ২, আগুনে আমস্টারডাম গির্জা ধ্বংস

Manual6 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং দেশটিতে নববর্ষ উদযাপনের সময় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। একটি পৃথক ঘটনায় আমস্টারডামের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক গির্জা পুড়ে গেছে।

Manual5 Ad Code

নেদারল্যান্ডসের আমস্টারডামের ভন্ডেলকার্ক গির্জায় আগুন লাগার পর থেকে আগুনের শিখা এবং ধোঁয়া উড়ছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রয়টার্সের খবরে বলা হয়, নেদারল্যান্ডস ঐতিহ্যগতভাবে নববর্ষ উদযাপন করে, এ সময় বিপুল সংখ্যক আতশবাজি পোড়ানো হয় যার ফলে প্রতি বছর শত শত মানুষ আহত হন এবং লক্ষ লক্ষ ইউরোর ক্ষতি হয়।

পুলিশ জানিয়েছে, এই বছর নববর্ষের প্রাক্কালে প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয় এবং বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘এই নববর্ষের শুরুতে কিছু এলাকায় ভারী আতশবাজি এবং অগ্নিসংযোগের প্রভাব ছিল মারাত্মক ধ্বংসাত্মক। জরুরি পরিষেবা এবং পুলিশের বিরুদ্ধে সহিংসতা আবারও তীব্র আকার ধারণ করেছে।’

পুলিশ জানিয়েছে, আতশবাজি দুর্ঘটনায় আমস্টারডামের কাছে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি এবং দেশটির পূর্বাঞ্চলীয় শহর নিজমেগেনের একটি ছেলে নিহত হয়েছেন।

Manual8 Ad Code

এছাড়া আমস্টারডামে, শহরের কেন্দ্রীয় ভন্ডেলপার্কের কাছে অবস্থিত একটি গির্জায় মধ্যরাতের কিছু পরেই শুরু হওয়া আগুনে ধ্বংস হয়ে যায়।

Manual6 Ad Code

এদিকে, আমস্টারডাম পুলিশ এবং দমকল বিভাগ জানিয়েছে যে তারা ঘটনার তদন্ত করছে এবং ১৮৭২ সালে নির্মিত গির্জায় আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code