ডেস্ক রিপোর্ট
টাঙ্গাইলে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল সদর থানাধীন দক্ষিণ কলেজপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
Sharing is caring!