২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

প্রত্যাহারকৃত বাংলাদেশি কূটনীতিক ফয়সাল যুক্তরাজ্যে গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
প্রত্যাহারকৃত বাংলাদেশি কূটনীতিক ফয়সাল যুক্তরাজ্যে গ্রেফতার

Manual1 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual8 Ad Code

দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) একটি যুক্তরাজ্যের একটি বিশ্বস্ত সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বার্মিংহামের সলিহুল এলাকা থেকে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৭ মে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংযত আচরণের অভিযোগে ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ তথা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

সেইসঙ্গে তাকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়। তবে তিনি দেশে ফেরেননি।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code