১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সৌদি থেকে আসবে ৮০ হাজার টন সার, বাফার গুদাম হবে নওগাঁ-বগুড়ায়

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:১৮ অপরাহ্ণ
সৌদি থেকে আসবে ৮০ হাজার টন সার, বাফার গুদাম হবে নওগাঁ-বগুড়ায়

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

সৌদি আরব থেকে ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪০৬ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৪০ টাকা।
সৌদি থেকে আসবে ৮০ হাজার টন সার, বাফার গুদাম হবে নওগাঁ-বগুড়ায়

সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১২তম লটের ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

Manual1 Ad Code

এই সার আমদানিতে ব্যয় হবে ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪১৩ দশমিক ৪৬ মার্কিন ডলার।

Manual5 Ad Code

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকেই ১৩তম লটের ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এই সার আমদানিতে ব্যয় হবে ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪১৩ দশমিক ৪৬ মার্কিন ডলার।

Manual2 Ad Code

সার কেনার পাশাপাশি নওগাঁ ও বগুড়া জেলায় একটি করে বাজার গুদাম নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় এম/এস ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, নারায়ণগঞ্জের কাছ থেকে নওগাঁ জেলায় ২৫ হাজার টন ধারণক্ষমতার ১টি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৭৬৫ টাকা।

Manual5 Ad Code

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে ৫৯ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৫৬৭ টাকায় বগুড়া জেলায় ২০ হাজার টন ধারণ ক্ষমতার ১টি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code