১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা সজীব ভূঁইয়া

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ
জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা সজীব ভূঁইয়া

Manual8 Ad Code

সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। তবে কোন বিষয়ে সংবাদ সম্মেলন হবে—তা কর্মসূচিতে উল্লেখ করা হয়নি।

Manual1 Ad Code

এদিকে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল ঘোষণার আগে দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করতে পারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি।

Manual4 Ad Code

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা অন্য কোনো পদে থেকে কেউ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নিজে প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনো প্রার্থীর পক্ষে প্রচারেও অংশগ্রহণ করা নিষিদ্ধ।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code